মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি
মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের পরই সামনে আসে ঈদুল আযহা যেটা কে বলা হয় কুরবানির ঈদ। আসন্ন এই কুরবানি উপলক্ষে রাউজানের ডাবুয়ায় যুবকদের হাতেগড়া সংগঠন আত-তাকওয়া যুব কাফেলার উদ্দ্যোগে পবিত্র ঈদুল আযহার ফজিলত ও তাৎপর্য বিষয়ক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে মে (২৪)ইং সোমবার ডাবুয়া জগন্নাথ হাট প্রকাশ বাইন্নাহাট বাইতুস সালাম জামে মসজিদ সংগ্লন ময়দানে মাহফিল অনুষ্ঠিত হওয়ার শুরু লগ্নেই অতি ভারি বৃষ্টি বর্ষণে আবাহাওয়ার অবস্থা ভালো না হওয়ায় স্থান পরিবর্তন করে মাহফিল টা রাউজানের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান ডাবুয়া কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
মাহফিলে সংগঠনের সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ, হাফেজ রাশেদুল ইসলাম ও মৌলবি খোরশেদুল আলম এর যৌথ সঞ্চানালয়ে মাহফিলে সভাপতিত্ব করেছেন রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল খাঁন,মাওলানা হারুন ইযহার, মাওলানা মাহমুদ হাসান গুণবী,মাওলানা রফিকুল ইসলাম মাদানী, সহ আরো উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী শহিদুল্লাহ, মাওলানা মুফতি ইয়াকুব,মাওলানা ক্বারী আবদুল্লাহ, মাওলানা আইয়ুব।
এই সময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন আলেম ওলামা তলাবা ও তৌহিদ জনতা বৃন্দ, পরে দোয়া ও মুনাজাতে মধ্য দিয়ে মাহফিল সমাপ্তি হয়।