মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রামঃ
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ডাবুয়া জগন্নাথ হাট শাখার বার্ষিক কাউন্সিল ও আজিমুশান মিলাদ মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ডাবুয়া জগন্নাথ হাট সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ মনজুর আলম চৌধুরী। সংবর্ধেয় অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নব নির্বাচিত সদস্য মাষ্টার মোহাম্মদ জাকের হোসেন। গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ডাবুয়া জগন্নাথ হাট শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ আমিনের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ রায়হান আকবরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা ‘ক’ জোনের সমন্বয়ক মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা তৈয়বুর রহমান মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ‘ক’ জোনের সমন্বয়ক মাষ্টার মোহাম্মদ আলী, খ জোনের সমন্বয়ক আনিসুল হক খান বাবর, ‘গ’ জোনের সমন্বয়ক নাজিম উদ্দিন কালু, ‘ক’ জোনের সমন্বয়ক মিনহাজুল আবেদিন। উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী, হাফেজ মাওলানা মোহাম্মদ আবছার, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা অলি উল্লাহ। কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে পুনরায় ইউসুফ আমিনকে সভাপতি, মোহাম্মদ সেলিম উদ্দিন কে সাধারণ সম্পাদক, সৌরাভুল ইসলাম নিজাম কে সাংগঠনিক সম্পাদক, নুরুল আলমকে অর্থ সম্পাদক, মাকসুদুল হাসান শাওনকে দপ্তর ও মোহাম্মদ ফারুককে প্রচার সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।