মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান ২নং ডাবুয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড সেবা খুলা স্থ মাদ্রাসা শাইখা জাওয়ীনাহ আল আলাওয়ী আয়েশা রা. মহিলা হেফজখানার ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
এই উপলক্ষে ১৭ ই অক্টোবর বুধবার সকাল দশটায় প্রতিষ্ঠান টির ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে জমকালো আয়োজন করা হয়।
শেফ সাঈদ জমীরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা পরিচালক ও হেফাজতে ইসলাম রাউজান উপজেলা র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ জাকের হোসাইন এর সভাপতিত্বে রাউজান উপজেলা র হেফাজতের যুগ্ন সম্পাদক মহিউদ্দিন এর সঞ্চানলায়ে স্বাগত বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম রাউজান উপজেলা র সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরী।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন : হেফাজতে ইসলাম রাউজান উপজেলা র প্রধান উপদেষ্টা মাওলানা শিহাব উদ্দিন সাহেব, প্রধান অতিথি হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহা পরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা শেখ আহমদ সাহেব,হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরী,
কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ঃ হাফেজ ফজলুল হক সাহেব
আরো উপস্থিত ছিলেন :হাসেম চৌধুরী, মাওলানা শফিউল আলম, মাওলানা জোবাইর বাবু নগরী,মাওলানা মাসউদ, মাওলানা তৈয়ব আবদুল্লাহ পুরী,মাওলানা জাহাঙ্গীর সাহেব,, মাওলানা ওসমান খলিলাবাদী, মাওলানা জাফর সাহেব, শাহ আলম সাহেব, মাওলানা সাইফুল্লাহ, বিশিষ্ঠ সমাজ সেবক হাজী হানিফ,মাওলানা ইয়াছিন ,মহিউদ্দিন, হাফেজ জাকের হোসাইন, মাওলানা মোহাম্মদ জুনাঈদ,মাওলানা মোহাম্মদ বাবুনগরী,হাফেজ আতাউল্লাহ,, মাওলানা আতাউল্লাহ
যুবদল নেতা মোহাম্মদ আরিফ সাহেব,মোহাম্মদ শুক্কুল
সমাজ সেবক আবদুল কাদের সাহেব,
ইন্জিনিয়ার শাহিন, আতিক উল্লাহ চৌধুরী।