মোহাম্মদঃ আতিকুল্লাহ চৌধুরী রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আলিখীল দাওয়াত খোলা একতা সমাজ নবীন সংঘের ব্যবস্থাপনায় ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ১৫তম আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর বুধবার বাদে মাগরিব আলিখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন রানীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযলতুলহাজ্ব আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। সংগঠনের সভাপতি আমান উল্লাহ সওদাগরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আলিখীল ইউনিট শাখার উপদেষ্টা সমাজসেবক মোহাম্মদ ইউনুচ মিয়া। চিকদাইর হযরত নেয়াজ গাজী শাহ্ (র:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুর মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন আলিখীল দাওয়াত খোলা আলহাজ্ব নুরুল হক সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার ও সচিব আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমদ ফারুকী, আলিখীল দাওয়াত খোলা জামে মসজিদের খতিব মাওলানা সেকান্দার হোসেন, আলিখীল বায়তুল সুলতান জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন জামাল, আলিখীল বায়তুন নুর জামে মসজিদের খতিম মাওলানা জাহেদুল ইসলাম। এতে নাতে রাসুল (স:) পরিবেশনা করেন শায়ের মোহাম্মদ ওমর ফারুক মামুন আলকদেরী, শায়ের
মাওলানা মোহাম্মদ আরাফাত রেজা।
বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত আশরাফ শাহ্ ইউনিট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা মাসুদ পারভেজ শাহ্। উপস্থিত ছিলেন আলিখীল দাওয়াত খোলা একতা সমাজ নবীন সংঘের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সহ সভাপতি মোহাম্মদ মিজান, সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ ইফতি, মোহাম্মদ তুষার, মোহাম্মদ বাবু, মোহাম্মদ দৌলত, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ সাগরসহ সংগঠনের অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ। পরিশেষে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।