উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিংবডির এডহক কমিটির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মুছা। অপর দিকে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আগামীদিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঝাঁপা ইউনিয়ন থেকে সম্ভাব্য প্রার্থী ও রাজগঞ্জ গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ন কবির। এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকার সুধীজনেরা। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় রাজগঞ্জ এলাকার সুধীসমাজের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ৫ আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশে কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে রাজগঞ্জ ডিগ্রি কলেজের এডহক কমিটি অনুমোদন দিয়েছেন।