সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

রাজগঞ্জে বেপরোয়া গতির বালি বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে আহত হাফেজ আব্দুল্লাহর মৃত্যু।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১২২ বার পঠিত

উত্তম চক্রবর্তী,মনিরামপুর যশোর প্রতিনিধি।

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার বাগেরালী মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ আব্দুল্লাহ (২৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার পরের দিন যশোর সদর হাসপাতালে মারা গেছেন।

নিহত হাফেজ আব্দুল্লাহ উপজেলার হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং গোয়ালবাড়ি মাদ্রাসার শিক্ষক। তিনি গত সোমবার (২৭ নভেম্বার) সকাল ৭টার দিকে উল্লেখিত স্থানে বেপরোয়া গতিতে থাকা বালি বোঝায় ট্রাকের সাথে দুর্ঘটনার শিকার হন এবং মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে- হাফেজ আব্দুল্লাহ প্রয়োজনীয় কাজ মেটাতে পালসার মোটর সাইকেল যোগে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে হানুয়ার বাগেরালী মোড়ে পৌছালে বিপরিদ দিক থেকে আসা বেপরোয়া গতিতে থাকা একটি বালি বোঝায় ট্রাকের (যশোর-ট-১১-৫৩৩১) সাথে ধাক্কা লাগে এবং আব্দুল্লাহ মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকার নিচে ডান পা চলে যেয়ে অন্ডোকোষ ছিড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিক খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে এবং ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়। স্থানীয়রা জানান- ট্রাকটি বেপরোয়া গতিতে ছিলো। এই ছোট রাস্তায় এতো গতিতে ট্রাক চালানো ঠিক না। চালক ট্রাকটি বেপরোয়া গতিতে চালানোর কারনে এমন ঘটনা ঘটেছে। ট্রাকটির মালিক হরিহরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বানী ইসরাইল জানান- কোনো পক্ষের, কোনো অভিযোগ নাই। উভয়পক্ষ মিমাংসা করে ট্রাকটি ছাড়িয়ে নিয়ে গেছে। হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন কুমার ধর এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিহরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস ও স্থানীয় সদস্য আব্দুল আলিম বলেন- বুধবার (২৯ নভেম্বর) যশোর হাসপাতাল থেকে মরদেহ আনার পর, এদিন মাগরিব বাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।