উত্তম চক্রবর্তী,মণিরামপুর যশোর;
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়েত ইসলামী যশোরের মণিরামপুর পশ্চিমাঞ্চলের উদ্যোগে রাজগঞ্জ বাজারের মুক্ত মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জামায়েত নেতা মাওলানা ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও জামায়েত নেতা মাওলানা আতাউর রহমান এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, জামায়েত নেতা ডঃ শরিফুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাযাতে ইসলামী যশোর জেলার সহ সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় মিডিয়ার সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম। মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা সাবেক আমির অধ্যাপক ফজলুল হোসেন, উপজেলা আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা মহি উল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আহমদ আলী, মাওলানা মুজাহার আলী, ফারুকে আজম, মোহাম্মদ আশিকুল্লাহ। উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, যশোর জেলার যুব বিভাগের সেক্রেটারী প্রভাষক হাবিবুর রহমান, উপজেলা মজলিসে সূরা সদস্য অধ্যাপক সেলিম জাহাঙ্গীর ও হাফেজ রিয়াজুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়নের জামায়াতের আমির মাস্টার নজরুল ইসলাম, মশ্মিমনগর ইউনিয়ন জামায়াতের আমির মাও: নজরুল ইসলাম, ঝাঁপা ইউনিয়নের জামাতের আমির মাষ্টার মোদাচ্ছের হোসেন, হরিহরনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নূর মোহাম্মদ, খেদাপাড়া ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, রোহিতা ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা দেলোওয়ার হোসেন, রাজগঞ্জ সাথী শাখার শিবিরের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে শহীদদের স্মরণে ও আহতদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।