রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত ভিজিএফ’র চাল বিতরণ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রমজান আলী। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজারহাট ইউপির দ্বিতীয়দিনে ভিজিএফ’র চাল বিতরণকালে তালিকাভুক্ত উপকারভোগীদের জানতে চান কোন কিছুর বিনিময় ছাড়াই ভিজিএফ বিতরণ হচ্ছে কিনা?প্রতিত্তোরে সুবিধাভোগীরা জানান চেয়ারম্যান ও মেম্বাররা টাকা পয়শা ছাড়াই জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে আমরা ভিজিএফ পাচ্ছি। এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক,ট্যাগ অফিসার আরিফুল আলম, ইউপি সদস্য আমজাদ আলী, ইউপি সদস্য সহিদ হোসেন, সংরক্ষিত আসনে নারী সদস্যা রোকেয়া বেগম,শুভ রানী রায় প্রমুখ। রাজারহাট উপজেলার সাত ইউনিয়ন পরিষদে ৪৩০.৬১০ মেট্রিক টন চাল ৪৩ হাজার ৬১জনেী মধ্যে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৬হাজার ৮শত ২৪জন,ছিনাই ইউনিয়ন পরিষদে ৬হাজার ৫শত ৫৪জন,রাজারহাট ইউনিয়ন পরিষদে ৭হাজার ৭শত ৪জন,চাকিরপশা ইউনিয়ন পরিষদে ৬হাজার ৮শত ৪৪জন,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে ৪হাজার ৪৮জন,উমরমজিদ ইউনিয়নে ৬হাজার ৩শত ৫৪জন এবং নাজিমখান ইউনিয়ন পরিষদে ৪হাজার ৭শত ৩৩জন উপকারভোগীর মাঝে ১০কেজি ভিজিএফ’র চাল বিতরণ করা হবে।