মোহাম্মদ সোলাইমান,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
ঐতিহাসিক চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে আগামীকাল ৪ (ডিসেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন করবেন। রোববার প্রধানমন্ত্রী জনসমাবেশ চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আশা করছেন দলের নেতা কর্মীরা। ১০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন ৩০ টি প্রকল্প।একদিন পরই রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা চট্টগ্রামে। আর জনসভাকে ঘিরে বন্দরনগরী সেজেছে নতুন সাজে। বেশ কয়েক দিন আগে থেকে মাইকিং চলছে শহরের মোড়ে মোড়ে। ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জায় ছেয়ে গেছে পুরো শহর। সড়ক বিভাজক থেকে শুরু করে সড়কের পাশের পুরোনো দেয়াল– সব কিছু ঘষামাজা করে পরিষ্কার করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নানা জায়গায় আঁকা হয়েছে গ্রাফিতি। এমনকি সভাস্থলের আশপাশের সড়কে পড়েছে নতুন ঢালাই। প্রস্তুত হয়েছে জনসভার মঞ্চও।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনকে ঘিরে উৎসবের আমেজে আছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সভার দিন, অর্থাৎ রোববার লাল-সবুজ টুপি-টিশার্ট পরে জেলার বিভিন্ন ইউনিট থেকে মিছিলে-মিছিলে সভায় যোগ দেবেন নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর জনসমাবেশ চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আশা নেতা-কর্মীদের।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খুরশেদুল আলম সুজন বলেন, ‘আমি সবার মতো এত লক্ষ লোক হবে, এত কোটি লোক হবে– এসব বলার পক্ষে না। চট্টগ্রামে প্রায় দেড় কোটির ওপর লোক আছে, সেখান থেকে উল্লেখযোগ্যসংখ্যক লোক ইনশাআল্লাহ জনসভায় থাকবেন। আমরা আশা করছি, এটা চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে।