রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালের তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে চুরি করে নেওয়া ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের
কালো কভার যুক্ত ৫৫০ কেজি তামার তারসহ একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
১৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে পাঁচ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত আনসার ব্যাটেলিয়ান বাহিনীর সদস্যরা তাকে তার সহ আটক করে।
রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক দল চোর তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরি করে নিয়ে যাচ্ছে । খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে পশুর নদী থেকে তামার তারসহ উপজেলার বর্ণি ছায়রাবাদ গ্রামের মোঃ বদরুজ্জামান শেখ’র পুত্র মোঃ রবিউল ইসলাম (৩৪) কে আটক করে। এ সময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।
তাপবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত আনসার ব্যাটেলিয়ান বাহিনীর এপিসি মোঃ আব্দুল আলিম বাদী হয়ে মোঃ রবিউল ইসলামের নামে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়ের শেষে তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়।
মল্লিক মোঃ জামান
রামপাল, বাগেরহাট।
মোবাঃ ০১৯৯৬-৬৬৫৯৭২