রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার ৮ নং ভোজপাতিয়া ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোজপাতিয়া ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে ২৫ মে বৃহস্পতিবার বিকাল ৫.০০ টায় বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু’র সভাপতিত্বে ও এসআই শ্রীবাস কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নূরুল আমিন, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার মন্ডল, বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী ও পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে রামপাল থানার (ওসি) এস, এম, আশরাফুল আলম বলেন যে, মাদক বর্তমানে সমাজে এক ভয়াবহ অবস্থা তৈরি করেছে। যুব সমাজকে বাঁচাতে হলে যেকোনো মূল্যে মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। এ লক্ষে আমি আগামী সাত দিনের মধ্যে ইউনিয়নের সকল মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছি। তিনি আরো বলেন যে রাত ৯ টার পর কোন দোকানে কেরামবোর্ড খেলতে দেওয়া হবেনা। এছাড়া তিনি মাদকসেবীদের ধরিয়ে দিতে সর্ব সাধারণকে তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।