রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ জুলাই) মঙ্গলবার রামপাল থানা পুলিশের আয়োজনে রাজনগর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর ইউপি চেয়ারম্যান মোসা. সুলতানা পারভীন (ময়না’র) সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম।
এসময় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।
সভায় (ওসি) আশরাফুল আলম সকলের সাথে প্রতিটি ওয়ার্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুশল বিনিময় করেন এবং সভা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, কালেখারবেড় দীঘির পাড়ে থানা পুলিশের উদ্যোগে একজন নিরাপত্তা প্রহরী দেওয়া হবে।