রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্র নায়ক শাকিল খান।
(৩ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজার এরপর রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজার, রাজনগর ইউনিয়নের কালেখারবেড় দীঘির পাড়, বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজার, উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজারের বিভিন্ন স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরে ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে এ গণসংযোগ করেন।
এসময় তিনি শেখ হাসিনা সরকারের নেওয়া ৩৫ টি উন্নয়ন চিত্র সংবলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মোঃ রাজীব সরকার, আওয়ামী লীগ নেতা জালিনুর রহমান, চম্পক কুন্ডু, ইনতাজ আলী, আমজাদ হোসেন, মোতাহার গাজী, বনি আমিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।