বাগেরহাট প্রতিনিধিঃ
”গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ”
এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন , রামপাল এপি’র আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ পালিত হয়েছে । লোকমান হেকিম ইমন এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানিজ ফাতেমা শেফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোঃ শাহিনুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এবং ফুলি সরকার, সিনিয়র ম্যানেজার, রামপাল এসিও। এসময় অতিথিগন শিশুদের অধিকার, পিতা-মাতার কর্তব্য, শিশুর কর্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা করেন। অনুষ্ঠানে ৪০জন শিশু প্রতিনিধি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এপি’র কর্মকর্তা ফিলিপ আরিন্দা ও শিশির বিশ্বাস উপস্থিত ছিলেন। সারা বিশ্বের সাথে প্রতি বছরের ন্যায় এবছরও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এপি এই অনুষ্ঠানটি আয়োজন করে যার উদ্দেশ্য হলো রামপাল উপজেলার শিশুরা যেন প্রকৃত অধিকার নিয়ে সুষ্ঠ সুন্দর জীবন নিয়ে বেড়ে উঠতে পারে।
Comments are closed.
Good initiative by WVB. Hope this will support Rampal upazila children to get proper rights to raise their voice.