রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে গৌরম্ভা বাজার এলাকা থেকে মোঃ রুহুল আমিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে জেলার ফকিরহাট উপজেলার দেয়াপাড়া(হাজরাপাড়া) এলাকার মোঃ আশরাফ আলী’র পুত্র। ১২ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, গৌরম্ভা বাজারের লেগুনা স্ট্যান্ডে ভাতের হোটেলের সামনে এক ব্যক্তি গাঁজা নিয়ে অবস্থান করছে। এর ভিত্তিতে এসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুহুল আমিনকে চ্যালেঞ্জ করে এবং তার দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করলে তার কাছে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা পাওয়া যায়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চাশ গ্রাম গাঁজাসহ গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজার থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য এস. এম. আশরাফুল আলম রামপাল থানায় (ওসি) হিসেবে যোগদানের পর থেকে মাদক বিরোধী অভিযান কঠোর হয়েছে এবং একাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে।