রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক কারবারি মো. আহাদ শেখ (২৫) নামের এক যুবককে আটক করেছে।
আটককৃত আহাদ উপজেলার রামপাল সদর ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আসলাম শেখের পুত্র।
(২৭ জুলাই) বৃহস্পতিবার থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় ঝনঝনিয়া বাজারের মোস্তাকিন মোল্লার চায়ের দোকানের সামনে গাঁজা কেনা-বেচায় লিপ্ত আছে আহাদ। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর শ্রীবাস কুন্ডুর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে ৪০(চল্লিশ) গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, গতকাল মাদক নির্মূল অভিযানে গাঁজাসহ ঝনঝনানিয়া এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।