রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই নছিমনসহ চোর চক্রের মূল হোতা মোঃ আব্বাস শেখ(৩৫)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
৩ জুন শুক্রবার রাত ১২.৩০ টায় ফয়লাহাট পুলিশ ক্যাম্পের আইসি মোঃ ইসমাইল হোসেন ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফয়লা বাজারের মৎস্য আড়ৎ এর সামনে থেকে অভিযান চালিয়ে চোরাই নছিমনসহ আব্বাসকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আব্বাস শেখ উপজেলার উজলকুড় ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত মোন্তাজ শেখ’র পুত্র।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম জানান, ফয়লা বাজারের মৎস্য আড়ৎ এর সামনে থেকে চোর চক্রের মূল হোতা আব্বাসকে চোরাই নছিমনসহ গ্রেফতার করা হয়েছে। আসামীর নামে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।