মল্লিক মোঃ জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে যথাযথ ভাবে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ সম্পন্ন হয়েছে। রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্বাবধানে এ অনুষ্ঠান সম্পন্ন হয় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ১১ ও ১২ জুলাই মঙ্গল ও বুধবার রামপাল কলেজ অডিটোরিয়াম, উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। শিক্ষার্থীরা মোট ২০১ টি ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন আলহাজ্ব আকবর আলী, প্রভাষক আব্দুল হান্নান মোল্লা, প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সেখ ইসরাফিল হোসেন, গোলাম ইয়াছিন, মানবেশ রায়, বিভা মন্ডল, আরিফা সুলতানা, জোহরা খাতুন, কামনা শীষ মন্ডল, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এস এ রুহুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সেখ ইদ্রিস আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, মোঃ আসাদুজ্জামান, জি এম ওসমান গনি, সরোজ কুমার রায়, সঞ্জয় ছানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দু’দিন ব্যাপি এ অনুষ্ঠান বুধবার রাত ৮ টায় শেষ হয়।