রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং দূর্যোগ মোকাবেলায় শিশুদের কন্ঠস্বর ও নেতৃত্বকে শক্তিশালী করণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সামাজিক উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ ‘‘জেজেএস’’ এর আয়োজনে রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এ আনোয়ার-উল কুদ্দুস, জেজেএস’র তারিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, তারিক বিন ওয়াহিদ, এম এম চিশতি, নব কুমার সাহা, ওয়ার্ল্ড ভিশনের নিউটন গোমেজ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮৫ সালে খুলনায় প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা ‘‘জেজেএস’’ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ও সচেতনা সৃষ্টিতে জলবায়ু পরিবর্তন, দূর্যোগ ব্যবস্থাপনা, সুশাসন মানবাধিকার, সুপেয় পানি, খাদ্য ও নিরাপত্তা, শিশু সুরক্ষা, জেন্ডার মেইনষ্ট্রিমিংসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
‘‘জেজেএস’’ সম্প্রতি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১০ টি উপজেলার ২০ টি ইউনিয়ন এবং খুলনা সিটি করপোরেশ এলাকাসহ উপকূলীয় জনগোষ্ঠি বিশেষকরে শিশু ও যুবকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দূর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ে তাদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় শিশুদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে শক্তিশালী করা প্রকল্প বাস্তবায়ন করেছে।
এরই ধারাবাহিকতায় বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কাখেলারবেড় মাধ্যমিক বিদ্যালয় ও গৌরম্ভা ইউনিয়নের বর্নি ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরীদের নিয়ে প্রাথমিকভাবে শুরু করছে। ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৬ লক্ষ ৮৪ হাজার ৪৯১ টাকা। প্রকল্পটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।