রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে জিআর ৮৪/২০ এর দীর্ঘ দিনের পলাতক আসামী শফিকুল ইসলাম মনা(২২) কে গ্রেফতার করেছে।
সে উপজেলার রামপাল সদর ইউনিয়নের সুলতানিয়া গ্রামের মল্লিক শহিদুল ইসলামের পুত্র।
১৪ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টায় এএসআই মিঠুন কুমার ঢালী সঙ্গীয় ফোর্সসহ ভাগা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, শফিকুল ইসলাম মনা জিআর ৮৪/২০ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।