মল্লিক মো. জামান,রামপাল(বাগেরহাট):
বাগেরহাটের রামপালে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপতজেলা যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠান বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, শেখ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, সুলতানা পারভীন(ময়না), সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, শেখ নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
উল্লেখ আগামী (১৩ ই নভেম্বর) খুলনায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।