রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে জি আর ৬৫/০৫ মামলার দীর্ঘ দিনের পলাতক আসামি মো. তাইজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।
গ্রেফতারকৃত তাইজুল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের সৈয়দ আলী হাওলাদারের পুত্র।
(২৫ জুলাই) মঙ্গলবার থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিজ এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল বড় সন্ন্যাসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, তাইজুল ইসলাম একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘ দিন পলাতক ছিল। তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।