রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী বাজারের বেকারি ব্যবসায়ী বিধান সাহাকে হত্যা চেষ্টাকারী যুবক মোঃ ইসমাইল ইজারাদার(১৯) কে পুলিশ গ্রেফতার করেছে।
সে উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের জাফর ইজারাদার’র পুত্র।
জানা গেছে যে, গত ২৩ জুন রাত ১১ টার দিকে বিধান সাহা তার বেকারি ফ্যাক্টরিতে বসে ব্যবসার হিসাব করছিলেন। সে মূহুর্তে হঠাৎ করে তার কর্মচারী ইসমাইল ইজারাদার কাঠের চলা দিয়ে বিধান সাহার মাথায় সজোরে আঘাত করে। বিধান সাহা আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করে।
৩ জুলাই সোমবার বিধান সাহা বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, পেড়িখালী ইউনিয়নের বেকারি ব্যবসায়ী বিধান সাহাকে হত্যা চেষ্টাকারী যুবক ইসমাইল ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে। ইসমাইলের নামে বিধান সাহা বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন এবং আসামীকে গ্রেফতার করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।