কামরুজ্জামান শিমুল,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদ। এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) ভোরে মল্লিকেরবেড় বড় সন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তালুকদার সাব্বির আহমেদ এর নেতৃত্বে এই মাতৃভাষা দিবস পালন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম , দুলু মল্লিক , সুমন হাওলাদার , মতিয়ার রহমান , সান্তনা রানী দাশ , রাজিয়া বেগম , জাফর আলী খান , নেপাল চন্দ্র বৈরাগী সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ।