রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৯ জুলাই) শনিবার বিকাল ৪.০০ টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজারে (রামপাল ও মোংলা) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল(ভিপি সোহেল’র) সভাপতিত্বে ও রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, রামপাল উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহফুজুল হক টুকু, হাওলাদার হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন হাওলাদার, মুন্সি বোরহান উদ্দিন জেড, উৎপল কুমার পাল, উদয় সঙ্কর বিশ্বাস, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. কাদের সরদার, জেলা পরিষদ সদস্য মো. জলিল সরদার, ইকরাম ইজারাদার, মোংলা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মিলন শিকারী, রামপাল উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইয়াছিন আরাফাত, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম(রবি), জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রাজু, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মোসা. আজিজা সুলতানা রিনি, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মোসা. লিপি বেগম, ফারজানা রূপা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সরদার আসাদুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আনিস, খাঁন সোহাগ আলী, শেখ বাচ্চু, শেখ জর্জিস হোসেন, মোল্লা শাহিন, শেখ ময়না, খাঁন আনিস প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে স্মার্ট প্রার্থীকে মনোনয়ন দেওয়া জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতীক দিবেন তার পক্ষে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবেন।