মোঃ রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়াজীর দাফন সম্পন্ন গজারিয়া উপজেলার রসুলপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রসুলপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়াজীর নামাজের জানাজার আগে গজারিয়া থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়াজীর দাফন সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, আওয়ামিলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান খান, গজারিয়া উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, ইমামপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, আওয়ামিলীগ নেতা মো: নাসিরুদ্দিন মিয়াজী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মোহন, সাধারণ সম্পাদক মো: ছিদ্দিক মোল্লা, গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুর রহমান সফিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।