সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
রোটারি ক্লাব অব গাজীপুরের উদ্যোগে ও ব্র্যাক ব্যাংকের সহায়তায় ১১মে শনিবার গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি অবস্থিত কাজী সিরাজ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গাজীপুরের পরিচালক-রোটারি ডিস্ট্রিক্ট গভর্নরের প্রধান উপদেষ্টা কাজী আলিম উদ্দিন বুদ্দিন।
কাজী সিরাজ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের বিশেষত্ব হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকদের সন্তানরা এখানে বিনামূল্যে লেখাপড়া করে।
স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ (খাতা,কলম, পেন্সিল ও কলম বক্স)
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গাজীপুরের পাস্ট প্রেসিডেন্ট-বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ (কাজল)।এ সময় অন্যান্যের মধ্যে রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট নজরুল ইসলাম গাজী, রোটারিয়ান নেতা মোস্তফা বারী রাজু, ইঞ্জিনিয়ার সোহেল রানা, খোরশেদ আলম রুবেল, ব্র্যাক ব্যাংকের হেড অফিস, জয়দেবপুর শাখা ও গাজীপুর শাখার কর্মকর্তাগণসহ ক্লাবের অন্যান্য রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।