হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটে ইয়াবা বিক্রি করতে গিয়ে ৪৪০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার (১০ জানুয়ারী) রাত ৭টার দিকে তাদের কে গ্রেফতার করেন। র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় একটি বিল্ডিংয়ের পিছনে পাকা রাস্তার উপর অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ খাইরুল ইসলাম জিহান (২৯), পিতা-মোঃ জসিম উদ্দিন, সাং-আনার আলী টেন্ডলের বাড়ি ২। মোঃ আজিম উদ্দিন মিজান (৩০), পিতা-মোঃ হারুন, সাং-উত্তর ফতেয়াবাদ, উভয় থানা- হাটহাজারী এবং অপি দাশ (২৪), পিতা-মিন্টু দাস, সাং- দক্ষিণ রাঙ্গামাটিয়া, থানা-ফটিকছড়ি, সর্বজেলা-চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়। তারা আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ৫টি পলিজার প্যাকেটে সর্বমোট ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদের চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।