আরিফুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধিঃ
শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায়
লালমনিরহাটে জেলা শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।লালমনিরহাট জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সংগঠনের আহবায়ক মোঃ বুলবুল আহমেদের সভাপতিত্বে ১০ঘটিকায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেলা শহরের প্রধান প্রধান সড়কে র্যালী অনুষ্ঠিত হয়।বিশ্বজুড়ে আজ উদযাপিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় এই দিবসটিকে। মূলত প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়।শ্রমীকদের দাবী আদায়ের এই দিনটিকে লালমনিরহাট জেলা শ্রমিক লীগের উদ্যোগে নানা আয়োজনে পালন করা হয়েছে লালমনিরহাটে।
এ সময় উপস্থিত ছিলেনঃ
১। এ্যাড. মোঃ মতিয়ার রহমান (চেয়ারম্যান, লালমনিরহাট জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ)।
২। মোঃ সিরাজুল হক (সহ-সভাপতি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ)।
৩। মোঃ নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা (সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ)।
৪। এ্যাড. মোঃ শরিফুল ইসলাম রাজু (সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ)
৫। মোঃ জহুরুল ইসলাম টিটু (সদস্য সচিব, জেলা জাতীয় শ্রমিক লীগ) প্রমুখ সহ জেলায় সকল ট্রাক,বাস,ভ্যান,রিক্সা রাজমিস্ত্রী শ্রমিকেরা
লালমনিরহাট জেলা শহরের বিডিআর রোড চত্বরে একই সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।