আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তালহা(১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।
শনিবার দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগৎবেড় এলাকার তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত তালহা নীলফামারীর, সৈয়দপুর, কলিমমোড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজাহার আলীর একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, তালহা তার বাবা-মায়ের সঙ্গে শুক্রবার লালমনিরহাটের রাজপুরে ফুপাতো বোনের বিয়েতে আসেন। শনিবার দুপুরে বোনের শ্বশুর বাড়িতে তাদের দাওয়াত খেতে যাওয়ার কথা ছিল। তাই তালহা তার চারজন ফুপাতো ভাইকে নিয়ে তিস্তায় গোসল করতে গিয়েছিলো। তিস্তা নদীর রাজপুর এলাকার ৫ নম্বর স্পার বাঁধের নিচে সবাই গোসল করতে নামার পর পানিতে ডুবে যায় সবাই।
এ সময় তালহার ফুপাতো ভাই জুয়েলসহ অন্যরা সবাই উঠতে পারলেও তালহা পানিতে ডুবে যান। পরে তাদের চিৎকারে নদীতে মাছ ধরতে যাওয়া ফারুক নামে এক জেলে গিয়ে তালহাকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন তালহাসহ অসুস্থ সবাইকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি সাঁতার জানতো না। তাই নদীর পানিতে ডুবে যায়।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, যেহেতু এটি একটি দুর্ঘটনা তাই নিহতের পরিবারের অভিযোগ না থাকলে স্থানীয় জন প্রতিনিধির উপস্থিতিতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।