আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদরের হারাটী ইউনিয়নের চেয়ারম্যান জনাব সিরাজুল হক খন্দকার রানার উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনায় লালমনিরহাট সদর উপজেলা হারাটী ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকার রানা আনুষ্ঠানিক ভাবে ইফতার না করে সেই অর্থ আজ ১৫ই এপ্রিল শনিবার সকালে হারাটী ইউনিয়ন পরিষদে একশত পরিবারের মাঝে ৫ কেজি চাল,১ কেজি সেমাই ও ২/১ কেজি চিনি চেয়ারম্যান নিজ অর্থায়নে ঈদ উপহার প্রদান করেন। এ সময় হারাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কাশেম খন্দকার, এ ছাড়া ও ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা: মরিয়ম বেগম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ হারাটী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে প্রতি বছরেই হারাটী ইউনিয়ন পরিষদে ইফতার মাহফিল এর আয়োজন করে থাকেন আওয়ামীলীগের এই নেতা। ঈদুল ফিতরের পূর্ব মুহূর্তে এ রকম খাদ্য সামগ্রী পেয়ে বেশ সন্তোষ প্রকাশ করেন সুবিধা ভোগীরা। চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা জানান, মাননীয় প্রধানমন্ত্রী যেতেহু বলেছেন এবারে যেন কোন ইফতার পাটি না করা হয় এবং সেই অর্থ গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়, সেই লক্ষ্য আজ হারাটীর ১০০ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। ঈদের আগেও সরকারের পক্ষ থেকে যথেষ্ট চাল বিতরণ করা হবে।