শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

লৌহজংয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২১৩ বার পঠিত

লৌহজং প্রতিনিধি,

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই লৌহজং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বক্তারা সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হওয়ার আহ্বান জানান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। মাদকের আখড়া হিসেবে খ্যাত গোয়ালীমান্দ্রা হাট, কনকসার বেদেপল্লি ও বেজগাঁওসহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি আরো বাড়ানোর উপর জোর দেন। এছাড়া কনকসার, বেজগাঁও, আটিগাও ও নওপাড়া এলাকায় কিছু চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন মাস্টার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, মেদেনীমন্ডল ইউপি চেয়ারম্যান হাজী মো. আশরাফ হোসেন খান, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম মোল্লা, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা ও লৌহজং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।