মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসার ইউনিয়নের ধীৎপুর গ্রামের ঢালী বাড়ির মোঃ শরিফ ঢালীর ছেলে ইঞ্জিনিয়ার রুবেল পারিবারিক জায়গা সংক্রান্তের জেরে মারামারির এক পর্যায়ে ইঞ্জিনিয়ার রুবেল এর হাতে তার চাচি তাসলিমা বেগমকে (৪২)নিহত। সকালে আনুমানিক সাতটা এই ঝগড়াঝাটির ঘটনা ঘটে।তাসলিমা বেগমকে লৌহজং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার শফিকুল বাশার মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে এলাকাবাসী বলেন,আজ সকাল থেকেই এই ঘটনার সূত্রপাত রাস্তা সংক্রান্ত ও বসতবাড়ি জায়গায় নিয়ে অনেক দিন যাবত পারিবারিক দ্বন্দ্ব।এই দ্বন্দ্বের জের দিতে হলো পরিবারের বৃদ্ধ চাচীকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শফিকুল বাশার বলেন, আনুমানিক সকাল ৮:২০ মিনিটে রুমির পালস চলছে না এবং কোন খত চিহ্ন পাওয়া যায়নি। ধারণ করা যাচ্ছে উত্তেজনার কারণে স্টক করেছে। পোস্টমডেম না করা পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না।
এই বিষয়ে ইঞ্জিনিয়ার রুবেলের মোটু ফোনে কথা বলতে চাইলে সে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আল তায়াবীর দৈনিক সময়ের সংলাপ কে বলেন আইনগত প্রক্রিয়াধীন, লাস্ট পোস্টমর্টেম এর জন্য পাঠানো হয়েছে,মামলা হবে নিশ্চিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে।