মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

লৌহজংয়ে ৪র্থ ধাপে জমিসহ ঘর পাচ্ছে ৪৫টি পরিবার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

পিংকি রহমান লৌহজং প্রতিনিধি :

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্হান নিশ্চিতকল্পে প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট একক গৃহ নির্মান এর ৪র্থ পর্যায়ের কাজ চলমান রয়েছে।
লৌহজং উপজেলার ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে।

সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের জমিসহ গৃহ প্রদান উপলক্ষে আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানায়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউএনও মোহাম্মদ আবদুল আউয়াল। তিনি জানান, চতুর্থ পর্যায়ে মুন্সীগঞ্জে ২৮২টি পরিবারের মাঝে জমিসহ ঘর দেওয়া হচ্ছে।বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা।

এর মধ্যে লৌহজং উপজেলার ৪৫টি পরিবার ভূমিসহ ঘর পাচ্ছে। প্রতিটি ঘর তৈরির জন্য ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। এসব ঘরে এখন নলকূপ স্থাপন ও বিদ্যুৎ সংযোগসহ চলছে শেষ মুহূর্তের কাজ। ইতোপূর্বে প্রথম পর্যায়ে ১৫৫টি ও তৃতীয় পর্যায়ে ১২টি পরিবার জমিসহ ঘর পেয়েছেন। তিনি আরও জানান, ৪৫টি ছাড়াও বর্তমানে ১৫টি ঘর নির্মাণাধীন রয়েছে। কাজ সম্পন্ন হলে সেগুলোও শিগগিরই হস্তান্তর করা হবে।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ হেল কাফী, জনস্বাস্হ্য প্রকৌশলী কামরুল হাসান, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ও বিভিন্ন সাংবাদিক বিন্দ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।