মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
৭ জানুয়ারি ২০২৪ রোজ রবিবার সকাল ৮:০০ ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালে সরেজমিনে কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি বেশ কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। এভাবে নির্ধারিত সময় বেলা ৪:০০ ঘটিকা পর্যন্ত ১২৭ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। নানা গুঞ্জন এর মধ্য দিয়ে বিপুল ভোটের ব্যবধানে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা তার বিজয় সুনিশ্চিত করে। আসনটিতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী ছিলেন খান আহমেদ শুভ। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে জয়ের জন্য লড়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
টাঙ্গাইল-৭ মির্জাপুরে ৮৭,৮২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খান আহমেদ শুভ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছেন ৫৫,৫৪২ ভোট।
এই বিজয়ে মির্জাপুরবাসী আনন্দিত হয়ে খান আহমেদ শুভকে অভিনন্দন জানিয়েছেন।মির্জাপুরের মানুষ যেমন ভালবেসে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তিনিও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন এ আশাবাদ মির্জাপুরবাসী সকলের।