মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম থেকেঃ-
চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন তম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার শতবার্ষিকী ও দস্তারবন্দী সম্মেলন থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সকল কারাবন্দী আলেমদের মুক্তি দাবি জানিয়েছেন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবু নগরী, ৬ ডিসেম্বর (২৩)শুক্রবার বাদে জোহর আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবু নগর এর শতবার্ষিকী ও দস্তারবন্দী সম্মেলন এর সমাপনী অধিবেশন থেকে তিনি মুক্তির দাবি জানিয়েছেন,তিনি বললেন গত বছর এ-ই মাদ্রাসার সালানা জলসায়, আল্লামা মামুনুল হক, আল্লামা মাহমুদুল হাসান গুনবি, সহ আরো বহু উলামায়ে কেরাম বয়ান পেশ করে ছিলেন, কিন্তু তারা আজ মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেলে বন্দী রয়েছে, আল্লামা মুহিব্বুল্লাহ বাবু নগরী বললেন,সরকার যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান তাহলে অতিসত্বর আলেম ওলামা দের মুক্তি দিয়ে দিন সরকার যদি দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই তাহলে অতিশিগ্রই যেন মিথ্যা মামলায় গ্রেফতার কৃত সকল কারাবন্দী আলেমদের যেন মুক্তি দিয়ে দেন।