মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবির এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি স্মরণে মসদই গ্রামবাসী কতৃক আয়োজিত টাংগাইলে সবচেয়ে সুন্দর আয়োজনে শহীদ শেখ ফজলুল হক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪, মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে মসদই
মসদই মিনি বিশ্বকাপ শহিদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেটের ১ম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহাবুদ্দিন খান । প্রধান অতিথি ছিলেন ইয়ার হোসেন খান আরো উপস্থিত ছিলেন উয়াশী ইউনিয়ন ২ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ সোহেল খান। উদ্ভোধক ছিলেন মোঃ শ্যামল খান আরো উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম খান বিটুল। সওকত খান, মিজানুর রহমান খান, সবুর লস্কর,
টুর্নামেন্টের ১’ম সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বাকলিয়া সূর্য তরুন ক্লাব,চট্টগ্রাম বনাম আটিয়া মামুদপুর জনকল্যাণ সমিতি খেলা প্রথম ইনিংসে ব্যাট করে মাহমুদপুর তারা ২০৩ রান দ্বিতীয় ইনিংসে ২০৪ রানের টার্গেট নিয়ে জয়ের জন্য ব্যাট করে চট্টগ্রাম ।হাই ভোল্টেজ ম্যাচে জয়ের জন্য বাকলিয়া সুর্য তরুণ ক্লাবের শেষ এক বলে ছয় রান প্রয়োজন হয় ঠিক এবলে বাকলিয়া সুর্য তরুণ ক্লাব ছয় নিয়ে সেই সপ্নের ফাইনালে উত্তীর্ণ হয়।