এস এম জীবন রায়হান, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বৃহঃবার ( ২৮ মার্চ ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, ১ জন মহিলা প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বী বিজয়ী ঘোষনা করা হয় তিনি হলেন সানজিদা বেগম, একজন দাতা সদস্য নির্বাচিত হন গাজী সুলতান আহম্মেদ,সাধারন শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে মাওলানা মজিবুর রহমান, আতিকুর রহমান, ও মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কাজী কহিনুর আফরোজ(কবিতা)
এ নির্বাচনে ৪ জন পুরুষ প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে বিল্লাল হোসেন হাওলাদার ১৯১ ভোট পেয়ে প্রথম,গাজী মামুন ১৭৪ ভোট পেয়ে দ্বিতীয়,আনোয়ার হাওলাদার ১৬০ ভোট পেয়ে তৃতীয়, সাইফুল ইসলাম বাচ্চু মৃধা ১৫৮ ভোট পেয়ে চতুর্থ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাকি দুই জনের মধ্যে হান্নান মাঝি ১৩০ ভোট এবং শহিদুল ইসলাম পলাশ ৯৯ ভোট পান।
উল্লেখ্য, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৫৬৭ জন ও ভোট কাষ্ট হয়েছে ৩৫৭ টি,এর মধ্যে ৪ টি নষ্ট হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, ও সহকারী প্রিজাইডিং পোলিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, মোঃ ইয়াজুল হক,আব্দুল রাজ্জাক, প্রদীপ চাকমা,সাদেকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ মোঃ ফারুক হোসেন শেখ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আলী আজম মৃধা,চামটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আবু বাক্কার ছৈয়াল, চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল, সুধাংশ হিরা, মোঃ মোসলেম সরদার, ওয়াকিল হাসান, ব্রজেন বালা, আলমগীর কবির, শিল্পি বড়াল, সহ এস আই আশরাফুল আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল।