সৃজনশীল প্রতিভা বিকাশে সনিপূণ সোপান এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
তারই অংশ হিসেবে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি হাটহাজারী পৌরসভা জোনের পরীক্ষা হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এতে হল পরিদর্শনে আসেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় পরিচালক অধ্যক্ষ আক্তার হোসেন চৌধুরী। পরিচালনা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল জাবের, উত্তর জেলার সমন্বয়ক শাহেদুল আলম সাহেদ, হাটহাজারী পৌরসভার জুনের উপদেষ্টা ও অন্যান্য অতিথিবর্গ।
এতে বক্তব্য রাখেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আকতার হোসেন চৌধুরী, হাটহাজারী পৌরসভার জোনের কেন্দ্র প্রধান মহিউদ্দিন তালুকদার, হাটহাজারী পৌরসভা জোনের পরিচালক মোঃ আলী আকবর, পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মোহাম্মদ সোলাইমান রহিমপুর জানালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, অভিভাবক আয়েশা আক্তার।