লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে আদিতমারি উপজেলার মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের অশ্লীল অঙ্গভঙ্গি ও অসদাচারন এর প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকগণ মানববন্ধন করেন।
সোমবার সকালে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থী’রা মানববন্ধনে অংশগ্রহন করে জেষ্ঠ প্রভাষক জাহাঙ্গীর আলম শাহীনের বহিষ্কার দাবিতে মানববন্ধন করেন। জানাযায়, প্রভাষক জাহাঙ্গীর আলম শাহীন ফেনসিডিল সহ বিজিবি কর্তৃক হাতেনাতে গ্রেফতার হন ও মাদক মামলার চার্জশীটভুক্ত আসামী। তিনি কলেজে নিয়মিত আসেন না ও পাঠদান করেন না এবং কলেজে এসে প্রকাশে ধুমপান করেন এমন অভিযোগ উঠেছে সেই শিক্ষকের বিরুদ্ধে।
এসব কারনে কলেজ কর্তৃপক্ষ তাকে শোকজ লেটার পাঠালে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক অধ্যক্ষের রুমে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগালি ও প্যান্টের চেইন খুলে অশোচনীয় আচরণ করে ও অধ্যক্ষকে প্রাননাশের হুমকি দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ বিষয়ে মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরওয়ার আলম, সাংবাদিকদের জানায়, তিনি গতকাল অফিসে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগালি ও অশোভনীয় আচরন করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত সেই শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীন ,বলেন আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।