স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমান এঁর কনিষ্ঠপুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে র্যালি আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
১৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ
অনীকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনকরা হয়। এরপর উপজেলাআওয়ামলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুর নেতৃত্বে শহিদ শেখ রাসেলে রপ্রতিকৃতিতে উযপজেলা আওয়ামীলীগে পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনকর াহয়। এ সময় উপজেলা আওয়ামলীগের প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান,তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রম সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, দপ্তর সম্পাদক (দ্বায়িত্ব প্রাপ্ত) আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মধুখালী থানা পুলিশ পুষ্পমাল্য অর্পন করেন।পুষ্পমাল্য পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্ত মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু কিশোরদের কাছে তুলে ধরতে স্থানিয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিতহয়। আলোচনায় অংশ গ্রহণ করেন
উপজেলাভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, সহকারিকমিশনার (ভুমি) শামিম আরা, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউলহক বকু, থানাইনচার্জ মো.শহিদুল ইসলাম,শিক্ষা অফিসার মো.সিরাজুলইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন ও উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন সুলতানাসহ প্রমুখ।
শেখ রাসেল এঁর ৫৯তম জন্ম বার্ষিক উপলক্ষ্যে কেক কাটা হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠারে অতিথিগণ।