সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাহেন্দ্র – বাস সংঘর্ষে বোয়ালখালী যুবক নিহত চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক রাজগঞ্জ বিএনপি অফিসে কেন্দ্রীয় যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল গাইবান্ধার সাঘাটায় বিএনপি-জামাতের মধ্যে সংঘর্ষ\ আহত-১০ দলের জন‍্য নিরলস ভাবে কাজ করে চলেছেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম‍্যান মফিজুর রহমান ২৪ এর শহীদ এর স্বরণে নাঙ্গলমোড়া আন্ত: গোন্ডকাপ ফুটবল টুণামেন্টে’র বর্ণাট্য ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন সিআইপি মনোনীত মুহাম্মদ জুলফিকার ওসমানকে সংবর্ধনা, দুই অসহায় পরিবারের পাশে ইসলামী নবজাগরণ সংগঠন গাজীপুরে ফ্রেন্ডস ক্লাব ৯৬, গাজীপুর এর ৫ম বর্ষপূর্তি ও ফ্যামিলি উৎসব অনুষ্ঠিত সাদপন্থীদের বিচারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সাদপন্থীদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না সালথায় গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ

শৈলকুপায় সার বেশি দামে বিক্রিসহ বিভিন্ন কারণে তিন ব্যবসায়ীকে জরিমানা।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৯৪ বার পঠিত

 

শেখ শোভন আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ

শৈলকুপায় ইউরিয়া সার কালোবাজারী, বেশী দামে কৃষকদের কাছে সার বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন । ৩ব্যবসায়ী কে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । অভিযান অব্যহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।বুধবার সন্ধায় শৈলকুপার কাতলাগাড়ী বাজারে এই অভিযান চালানো হয় । সারুটিয়া বাজারের ব্যবসায়ী আজাদ কে ১০হাজার টাকা, আবতাব কে ১০হাজার টাকা, সাব ডিলার শোভন কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকারে এসব জরিমানা আদায় করা হয়। এছাড়া তাদের কে সতর্ক করা হয় ।
মূলত বিসিআইসি’র সার ডিলারের নীতিমালা ভঙ্গকারী শহরে অবস্থানকারী ৪ডিলারের কারসাজীতেই শৈলকুপা জুড়ে মারাত্মক সার সংকট শুরু হয়, বেড়ে যায় মূল্য, করা হয় মজুদ । একই সাথে রয়েছে সাব-ডিলারদের ওয়ার্ডে ওয়ার্ডে বা গ্রামে গ্রামে না থাকা । অধিকাংশ সাব-ডিলারই কোন না কোন বড় বাজারে এসে দোকান দিয়ে বসেছে সার-কীটনাশকের। সার নিয়ে তাদের সিন্ডিকেটও সারের বাজার কে অস্থিতিশীল ও কৃষক হয়রানীর অন্যতম কারণ।
এসব প্রসঙ্গে, গত কয়েক দিন ধরেই “দৈনিক সময়ের সংলাপ” সহ গণমাধ্যমগুলিতে এনিয়ে খবর প্রকাশিত হয়ে আসছিল । এবার অভিযানে নামল উপজেলা প্রশাসন। শুরু হলো ভ্রাম্যমান আদালত সহ জেল-জরিমানা । নজরদারী করছে গোয়েন্দা সংস্থাগুলোও।
জানা গেছে, আজ বুধবার বিকাল থেকেই শৈলকুপার বিভিন্ন হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানের দিকে নজরদারী বাড়াতে থাকে ভ্রাম্যমান আদালত। বাজারের ক্ষুদ্র সার ব্যবসায়ী, সাব-ডিলার ও ডিলারদের গুদাম,দোকান, ডিলারপয়েন্ট সহ তাদের ব্যবসায়ীক অবস্থানে নজর রাখে । শৈলকুপার সহকারী কমিশনার ভ’মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিনের নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্ম কর্তা আবুল হাসনাত, এসএপিপিও প্রদ্যুৎ কুমার গুহ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
কৃষি কর্মকর্তা ডক্টর মাহফুজুর রহমান অভিযান প্রসঙ্গে জানিয়েছেন, যারা বাড়তি দামে ইউরিয়া সহ অন্যান্য সার বিক্রি করছে, সার মজুদদারী করছে, বিসিআইসির নীতিমালা ভঙ্গ করছে এমন ডিলার সহ সার কালোবাজারির কোন খবর পেলেই অভিযান চলবে এবং সার ব্যবস্থাপনা আইনে সাজা দেয়া হবে । শৈলকুপায় সার সংকট হবে না বলে কৃষকদের আশ^স্ত করছেন। কোন দোকান, ডিলার-সাব ডিলারদের কাছ থেকে সার-কীটনাশক কেনার সময় ভাউচার বা ক্রয়রশিদ না দেয়া হলে কৃষি অফিসে অভিযোগ জানাতে বলছেন কৃষকদের।
সারের দাম বেশী সহ কালোবাজারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান কে স্বাগত জানিয়ে অভিযান অব্যহত রাখতে অনুরোধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও কৃষকেরা ।
কৃষকেরা বলছে আমনের ভরা মৌসুমে সার নিয়ে ব্যবসায়ীদের আঙ্গুল ফলে কলাগাছ হওয়া না থামাতে পারলে ধ্বস নামবে আমন আবাদে।
এদিকে শৈলকুপায় ৭নং হাকিমপুরের বিসিআইসি অনুমোদিত সার ডিলার নূরুল আলম মোল্লা, ৯নং মনোহরপুর ইউনিয়নের সার ডিলার গোলাম নবী, ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের নিধির সাহা ও ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের জবলুল হোসেন বাদশা কে আগামী ৭দিনের মধ্যে স্ব স্ব ইউনিয়নে ফেরার নির্দেশ দিয়েছেন । এসব ব্যবসায়ীরা বিসিআইসি ডিলার হওয়ার শর্তভঙ্গ করে ২০০৯ সাল থেকে শৈলকুপা শহরে সারের ব্যবসা চালিয়ে আসছিলেন ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।