শেখ শোভন আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার শেখরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সকাল ১১ টার সময় সাবেক চেয়ারম্যান ফারুক ও সাবেক ছাত্র নেতা বর্তমান যুবলীগ নেতা হালিমের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ৩০-৩৫ টি বাড়ি ভাঙচুর ও লুঠ পাঠের ঘটনা ঘটেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবেন।
ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মফিজ বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনের কর্মীদের মাঝে উত্তেজনা চলে আসছিলো। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, যুবলীগ নেতা হালিম মফিজ বিশ্বাসের সমর্থক