বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

শ্যামনগর ঈশ্বরীপুরে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করেন-শেখ মাসুদা খানম মেধা।

তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ বার পঠিত

 

তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভার আয়োজন করেন,শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টার সময়ে, ঈশ্বরীপুর উত্তর পাড়া ঈদগাহ ময়দানে,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক জি এম মোহাম্মদ আলী এর সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জি এম হারুন অর রশিদের সঞ্চালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল,ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম বজলুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাক্তার আলী আশরাফ,ইউনিয়ন যুবলীগের সভাপতি জি এম আবু জাফর,সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন।

উক্ত মতবিনিময় শেষে অসহায় হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র লিফলেট বিতরণ করেন।

এ সময় শেখ মাসুদা খানম মেধা সকলের উদ্দেশ্যে বলেন‘আমরা আগামী ৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব।’

সরকার ‘ স্মার্ট বাংলাদেশ ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।

তিনি এ সময় আরো বলেন স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। সরকার ও সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতিমধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে।

বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে সৈনিক হিসেবে উল্লেখ করেন শেখ মাসুদা খানম মেধা। তিনি বলেন, ‘২০৪১ সালের সৈনিক হিসেবে তোমাদের (তরুণদের) স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।

দেশের উন্নয়নের একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে বর্তমান সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ২১ থেকে ৪১ কীভাবে বাংলাদেশের উন্নয়ন হবে, তার একটা কাঠামো, পরিকল্পনা আমাদের সরকার প্রণয়ন করে বাংলাদেশের জনগণের জন্য রেখে যাচ্ছে। এই বদ্বীপ প্রজন্মের পর প্রজন্ম যেন জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায়, দেশ উন্নত হয় এবং উন্নত দেশে স্বাধীনভাবে সুন্দরভাবে যেন তারা স্মার্টলি বাঁচতে পারে, সেই ব্যবস্থাও করে দেওয়ার প্রযুক্তি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সরকার।

এখন সব নির্ভর করছে আমাদের ইয়াং জেনারেশন ও যুব সমাজের ওপর। তারুণ্যের শক্তি, বাংলাদেশের উন্নতি—এটাই ছিল আমাদের ২০১৮-এর নির্বাচনী ইশতেহার। আমরা সেই কাজই করে যাচ্ছি। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনকালেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়।

এ সময় আর উপস্থিত ছিলেন, মোস্তফা গাজী, জাহাঙ্গীর হোসেন, সুন্নত গাজী, আইয়ুব আলী গাজী, সবুর আলী প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের এবং সকল অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ, শিক্ষক,সাংবাদিকগন, কৃষক-কৃষানী সহ অত্র এলাকার সুধীজন উপস্থিত ছিলেন

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।