রবিবার, ০৪ মে ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বাক্কার, সাংগঠনিক সম্পাদক কাদির  ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত ।  মুন্সীগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত  সাতক্ষীরার কালীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়ার অভিযোগ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

শ্যামনগরের সিসিডিবির আয়োজনে গৃহপালিত পশু পাখি পালন ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনা বিষয়ক কর্মশালা

আল-হুদা মালী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২২০ বার পঠিত

 

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরা শ্যামনগরে পিসিআরসিবি প্রকল্পের অর্থায়নে ও সিসিডিবির আয়োজনে গৃহপালিত পশু পাখি পালন ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ই এপ্রিল) সকাল ১১ টায় সিসিডিবির ট্রেনিং সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিক্ষনে অংশগ্রহণকারী বুড়িগোয়ালিনী ইউনিয়নের বনবিবি তলা ও ভামিয়া এলাকার ৩১জন হতদরিদ্র পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

সিসিডিবির মাঠ সংগঠক মিস দিল আফরোজ এর সঞ্চালনায় ও সিসিডিবির উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস ও উপজেলা ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এহসান হাবিব।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহ,সিসিডিবির মাঠ সংগঠক মিঃ কংকন বৈরাগীর ও মিঃ জগদীশ সরদার প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রাণী সম্পদ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস বর্তমান সময়ে গরু, ছাগল, ভেড়া,হাঁস ও মুরগির বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করেন। একই সাথে চলমান রোগ সম্পর্কে সচেতনতা, রোগ দমন ও প্রতিকারের বিষয়ে পরামর্শ দেন।
ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এহসান হাবীব বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা ও ব্যবসায় সফলতা সম্পর্কে ধারণা দেন। একই সাথে উপজেলা যুব উন্নয়নে অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ও সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন কুমার বিশ্বাস বলেন, দরিদ্র হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সিসিডিবি নিরালয়ভাবে কাজ করে যাচ্ছে। গরু, ছাগল, ভেড়া,হাঁস, মুরগি পালন সহ বিভিন্ন সবজি চাষ ও মৎস্য চাষ নিয়ে আমাদের নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত আছে।

উপস্থিত প্রশিক্ষণার্থীরা সিসিডিবির এমন আয়োজনকে স্বাগত জানান। তারা বলেন আজকের এই প্রশিক্ষণ আমরা মাঠে নিয়ে কাজে লাগাতে চাই।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।