শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গায় এখনও ছাত্রীদের ক্লাস নেন সেই “লম্পট” আজাদ! (পর্ব-১) মুন্সীগঞ্জে মামলার পলাতক আসামি গ্ৰেফতার। বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন পদত্যাগী সভাপতি এখন মাঠে সরোব। তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ক্ষোপ । মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হত্যাচেষ্টার মামলার বাদীকে হত্যার হুমকি । মুন্সীগঞ্জে জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জিনিয়া ফেরদৌস । বকশীগঞ্জে এক দফা দাবিতে নার্স ও মিডওয়াইফারিদের স্মারকলিপি প্রদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকেও হলেন হত্যা মামলার আসামী মুন্সীগঞ্জে গজারিয়া রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘ এর দাফন সম্পূর্ণ । বকশীগঞ্জে শহরে ১২ ঘন্টা, গ্রামে ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

শ্রম ও মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে

Liton mahmud
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৫৮ বার পঠিত

আনিছুর রহমান রলিন, মু্ন্সীগঞ্জ 

আমাদের মহান মুক্তি যোদ্ধারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করছেন।তোমাদের সে স্বাধীনতাকে অখ্যুন্ন রাখতে হবে।যে উদ্দেশ্যে এ দেশ স্বাধীন হয়েছিল,তা বাস্তবায়ন করতে হবে। তোমাদের শ্রম,মেধা ও পরিকল্পনা দিয়ে সমাজ,রাষ্ট ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শনিবার সকালে মুন্সিগঞ্জ শহ‌রের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা‌ অনুষ্ঠা‌নে এসে এসব কথা বলেন মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা বলেন,
দিনের সূর্য দেখলেই বোঝাযায় দিনটি কেমন যাবে।তোমরা জীবনের শুরুতেই ভালো করেছো।তোমরা সামনের দিন গুলোতেও ভালো করবে।এ জন্য নিজেকে ভালো মানুষ হতে হবে।ভালো করার পরিকপ্লনা করতে হবে।

স্বপ্ন দেখো জীবন গড়ো’স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব।

অনুষ্ঠানটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠ দিয়ে শুরু হয়। এর পর সমবেত কন্ঠে জাতীয় পরিবেশন করা হয়।অনুষ্ঠানটির সঞ্চালনা করে বন্ধুসভার বন্ধু মাশফিক সিহাব।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি মো.ফয়সাল হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর উপম্পাদক এ কে এম জাকারিরা।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হরঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো.ফারুক মিয়া,কলেজটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি সিরাজুল হক,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড.সুজন হায়দার।

মুন্সি সিরাজুল শিক্ষার্থীদের হক বলেন,আমাদের সময় সংবর্ধনার এমন আয়োজন ছিল না।যদি থাকতো তাহলে হয়ত আমরা উৎসাহ পেয়ে আরো ভালো করতাম।এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, সঠিক পথে থাকতে হবে,স্বপ্ন দেখতে হবে,সৃজনশীল হতে হবে।ভালো মানুষ হতে হবে।

বক্তব্য শেষে জেলার ১০ জন গুণী শিক্ষককে অতিথিদের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এর আগে সকাল ৯ টায় সংবর্ধনা আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সাড়ে আটটার পর থেকেই শিক্ষার্থীরা উৎসবের স্থানে আসতে শুরু করে। কখনো রোদ,কখনো মেঘলা আকাশ। কেউ আসে অভিভাবকের সঙ্গে। কেউবা আসে বন্ধু‌দের সঙ্গে জোট বেঁধে।একে অপরকে কাছে পেয়ে সহপাঠী-বন্ধুদের যেন উচ্ছ্বাসের শেষ ছিলনন। পরস্পর‌কে জ‌ড়ি‌য়ে ধরা ও মু‌ঠো‌ফো‌নে স্মৃ‌তি ধ‌রে রাখ‌তে সেল‌ফি তোলার ব্যস্ততা চল‌ে। উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া ২০০ বেশি শিক্ষার্থী নিবন্ধন করে।

এদিন অনুষ্ঠা‌নে অংশ নি‌তে ৩৫ কি‌লো‌মিটার দূ‌রের উপ‌জেলা গজারিয়ার মধ্যবাউশিয়া থে‌কে মে‌য়ে‌ তাবাসসুম তাসনিন,তাসনিনের বন্ধু আখিকে সঙ্গে নিয়ে এসেছেন ফেরদৌসী লিজা বেগম। তি‌নি ব‌লেন, ‘সকাল সাতটায় রওনা ‌দি‌য়ে‌ছি। সাড়ে ৮ টায় অনুষ্ঠান স্থলে পৌছেছি। খুবই ভা‌লো লাগছে। এই আয়োজনটি কিছুতেই হারাতে চাইনি। আমরা অনেক আন‌ন্দিত। এ ধর‌নের আ‌য়োজন শিক্ষার্থী‌দের ম‌ধ্যে উৎসাহ জোগা‌বে।

মিলনায়ত‌নের বাইরে দাঁড়িয়ে ছিল খাদিজা জামান। সে এবার শ্রীনগরের হেসেন আলী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থে‌কে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে। সে বলল, ‘বন্ধু‌দের জন্য অপেক্ষা করছিলাম। পরীক্ষার প‌রে বন্ধু‌দের সঙ্গে আর দেখা হয়‌নি । আজকে সবার সঙ্গে দেখা হচ্ছে,খুবই ভা‌লো লাগ‌ছে।

 

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ ও সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ৬ মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।