মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীগনগরে খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। উপজেলার সদর ইউনিয়নের ব্রোজের পাড়া দক্ষিণে শ্রীনগর-শ্যামসিদ্ধি নামক খালের ওই জায়গা দখলের অভিযোগ উঠেছে ব্রোজের পাড়ার মাধব দাসের পুত্র প্রকাশ ও বিকাশের বিরুদ্ধে। বাসুদেব নামে এক স্বাস্থ্য সহকারী প্রকাশ দাসের ওই জায়গা পরিমাপ করে দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায, শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের শ্রীনগর সদর এলাকার ভাই ভাই মার্কেটের পিছন দিকে খালটির উত্তর পাড় দখল করে ভবনটির নির্মাণ কাজ চলছে। ভবনটির দক্ষিণ পাশের পিলারগুলো খালের জায়গায় করা হয়েছে। এছাড়া ভবনের দক্ষিণ পাশে প্রায় ৩ ফুটের ঝুলন্ত বারান্দার পুরোটাই দৃশ্যমাণ খালের ওপর এসে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছে, অবৈধভাবে দখল ও ভরাটের ফলে এক সময়ের ব্যস্ততম শ্রীনগর-শ্যামসিদ্ধি হয়ে গাদিঘাট ও আড়িয়াল বিলের এই খালটি এখন মরতে বসেছে। এর মধ্যে শ্রীনগর বাজার সংলগ্ন ব্রোজের পাড়ার দক্ষিণে খালটির প্রায় ১০ ফুট পরিমাণ জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন প্রকাশ গং। এভাবে দখল হতে থাকলে (১০০ ফুট প্রস্থ) খালটির অবশিষ্ট আর কিছুই থাকবে না।দীর্ঘ খালের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
প্রকাশ দাসের কাছে এ বিষয়ে জানতে তিনি বলেন, আমিন (সার্ভেয়ার) এসে জায়গার পরিমাপ করে দিয়েছে। সরকারি সার্ভেয়ার কিনা জানতে চাইলে তিনি বলেন, বাসুদেব মল্লিক নামে উপজেলার এক স্বাস্থ্য সহকারী জায়গাটির পরিমাপ করে দেন। আমরা সরকারি খালের কোন জায়গা দখল করিনি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য সহকারী (পরিবার পরিকল্পনা) বাসুদেব মল্লিকের কাছে জানাতে চাইলে তিনি জমি মাপার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, আমি মেপে দেখেছি প্রকাশরা খালের জায়গায় ভবন নির্মাণ করেনি। সরকারি খালের জায়গার সাথে ব্যক্তি মালিকানা সম্পত্তি থাকলে নিয়ম অনুসারে উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট সার্ভেয়ারকে অবহিত না করে কিভাবে জায়গা বুঝিয়ে দেওয়া হলো এমন প্রশ্নে জবাবে তিনি কনো সুদত্তোর দিতে পারেননি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসুদেব মল্লিক স্বাস্থ্য কমপ্লেক্সের হাজিরা খাতায় রোজ স্বাক্ষর করে বিভিন্ন স্থানে জায়গা-জমি মাপঝোক করা নিয়ে ব্যস্ত থাকেন।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।