মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা অংশ ভাগ্যকুল ইউনিয়নের পদ্মা নদীর মান্দ্রা ও ভাগ্যকুল এবং পদ্মা নদীর বাঘড়া অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার বসাক এর পরিচালনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন,RAB10 CPC2 এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহরিয়ার ইসলাম মেট, স্কোয়াড কমান্ডার এ. এস.পি. এ কেএম কাউসার চৌধুরী।
এসময় কারেন্ট জাল দ্বারা জাটকা আহরণ ও মজুদ, ক্ষতিকর নিষিদ্ধ কোনা জালের ব্যবহারের কারণে আটককৃত ২১ জন জেলেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ( ১৬ জনকে ৫০০০/- টাকা করে ও ৫ জন জেলেকে ১০,০০০/- টাকা)অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃত ৩.০ লক্ষ মিটার কারেন্ট জাল ধ্বংস ও জব্দকৃত ২০ কেজি মাছ ভাগ্যকুল সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।