বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আঃলীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম।
আর-ও উপস্থিত ছিলেন,শ্রীনগর থানার ওসি তদন্ত,উপজেলা পূজা উদযাপন কমিটির পরিষদের সভাপতি স্বপন মোদক,অধীর দত্ত,হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রয় ও সাধারণ সম্পাদক তাপস দা,বীর মুক্তি যোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃঅফিসার ডাঃ মোঃ আবু তোহা আদনান শাকিল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান,সমীর কুমার বসাক,নির্বাচন কমিশনার ফকির উদদীন, কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ,উপজেলা শিক্ষক প্রতিনিধি আমজাদ হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন,সমাজ সেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, ফায়ার স্টেশন মাষ্টার মাফুদ রিবেন, ফরেষ্টার মোঃ সেলিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম,পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুন খান, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, শামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন,কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু,অন্যান্য ইউপি চেয়ারম্যান,সিরাজদিখান,লৌহজং ও টঙ্গী বাড়ির পূজা উদযাপনের ব্যক্তিবর্গ সহ উপজেলা দপ্তরের প্রধানগন ও সুশীল সমাজগন।