নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম কিনেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও খুলনা বিভাগীয় কমিটির নেত্রী, সাবেক ছাত্রলীগ নেত্রী মোছা: হালিমা রহমান।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। খুলনা থেকে তিনি সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম নিয়েছেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হালিমা রহমান বলেন, নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশ তো এমনিই হবে না, অনেক কাজ আছে। সামাজিক ও নানামুখী উন্নয়ন করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যত কাজ করা যায়, সবটাই করব। এলাকায় গিয়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। মানুষের কী অসুবিধা আছে, কীভাবে বসবাস করছে সবই দেখতে হবে।
হালিমা রহমান খুলনার খালিশপুর উপজেলার মুজগুন্নী হাউজিং এস্টেটের বাসিন্দা। বর্ণাঢ্যা রাজনৈতিক জীবন রয়েছে তার। কৃষক পিতা আব্দুল সরদারের ৬ সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ কণ্যা তিনি। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকতেন তিনি। বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগ,কৃষকলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত। নারী কৃষি উদ্যোক্তা হিসেবেও তিনি রোপৗ পদক অর্জন করেছেন। অসহায় দুস্থ মানুষের সহযোগিতা, চিকিৎসা সেবা প্রদাণ করাসহ নানা সামাজিক কাজও করেন তিনি।